আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠিরনলছিটিতে লাইসেন্সবিহীন এলপি গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ এম এ কাইয়ুম। এসময় তালতলা বাজার ও মানপাশা বাজারের তিন জন ব্যাবসায়ীকে গ্যাস বিক্রির লাইসেন্স ও নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, এলপি গ্যাস একটি দাহ্য পদার্থ তাই এগুলো বিক্রি ও তদারকির জন্য যথাযথ ধারণা ও নিরাপত্তা সরঞ্জাম রাখা বাধ্যতামূলক। তাই এগুলো নিশ্চিত করার জন্য এ অভিযান চলমান থাকবে।
আরো জানুন……………
অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।