নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর
আস্থা ডেস্কঃ
নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন।
এরআগে, গত ২৩ মে থেকে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের সহকারি পরিচালক মুহা. মাহবুবুল আলম তার সাক্ষ্য দেওয়া শুরু করেন। আজ তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
আদালতে সাক্ষ্য দিতে এসে বাদীর মামলার এজাহার দেখে সাক্ষ্য দেওয়া শুরু করলে তা নিয়ে আপত্তি জানান খালেদা জিয়ার আইনজীবীরা। মাহবুবুল আলমের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন মামলার অন্যতম আসামি গিয়াস উদ্দিন আল মামুন ও সেলিম ভূঁইয়ার আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, আজ মঙ্গলবার মামলাটি বাদী এজাহার দেখে দেখে সাক্ষ্য দেন। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। যা শুনানির অপেক্ষায় রয়েছে। এজন্য আমরা সাক্ষ্য গ্রহণ মূলতবি রাখার আবেদন করি। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণ করেন। বাদী আজও দেখে দেখে সাক্ষ্য দেন। আমরা এর আপত্তি ও বিরোধীতা করি। তারপরও আদালত তার সাক্ষ্য গ্রহণ করেন। তার জবানবন্দি শেষে আগামি ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। একজন বিদেশী এ মামলায় সাক্ষ্য দিবেন। তার সাক্ষ্য গ্রহণের ওপর ওইদিন শুনানি হবে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।