DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ

News Editor
অক্টোবর ৬, ২০২০ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই এসব কর্মসূচি শুরু হয়।

এদিন গাজীপুরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় আন্দোলনকারীরা ‘ধর্ষকের ঠাঁই নাই-এই সোনার বাংলায়, ধর্ষকের আস্তানা-ভেঙে দাও গুঁড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল করে তোলে জয়দেবপুর শহর।

একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। এসময় বিক্ষোভকারীরা আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানান।

খালেদা-তারেককে নিয়ে তিন নেতার ‘বিদ্রোহী’ মন্তব্যে তোলপাড় বিএনপি

মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে একই দাবিতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন এক দম্পতি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাচারী ছাত্র সংঘের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মৌড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এদিকে ধর্ষণের প্রতিবাদে বরিশালে গণ অবস্থান এবং মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সাম‌নের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

এছাড়াও দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়েও একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১