প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের দল। বিরতি থেকে ফিরে ব্যবধান কমান রবার্ট লেভানদোভস্কি। পরক্ষণেই আবারো লিড নেয় আর্মিনিয়া। ৫৭ মিনিটে ফরাসী মিডফিল্ডার তোলিসোর আর ১৩ মিনিট পর আলফানসো ডেভিসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠলো চেলসি। প্রথমার্ধে করা অলিভিয়ের জিরু ও টিমো ভেরনারের গোল নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

















