DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালে আ. লীগকে পদত্যাগ করতে হবে: ফখরুল

DoinikAstha
মার্চ ১৬, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আস্থা ডেস্কঃ বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠ করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচনকালে অবশ্যই আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে দেড়টার দিকে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়রত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা নিরোপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। এটিই হচ্ছে বিএনপির একমাত্র দাবি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান দলকে শক্তিশালী ও সংগঠিত করেন। আপনারা নিজেদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হন এবং একটি জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনে বিএনপির দুর্দিনের কান্ডারি ছিলেন। দলের জন্য অসামান্য অবাদান রেখেছেন এবং আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করা উচিত। তিনি জীবিত থাকলে আজকে বিএনপির এই অবস্থা হতো না।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলদপুর) আসনের সংসদ সদস্য ও সংসদীয় দলের চিফ হুইপ এবং ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪