DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৩রা এপ্রিল ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ৩রা এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

Astha Desk
মার্চ ২১, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

 

হাবিব সারওয়ার আজাদঃ

নির্মাণাধীন পাচঁতলা ভবন থেকে পড়ে গিয়ে মনোয়ার হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঐ দূর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের বাহ্মণগাঁও গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় শহরবাসীর জানান, সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পানসি রেন্তোরা ভবনের উপর একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। সেখানে কির্মরত অবস্থায় পাঁচতলা ভবনের এক পাশে বাঁশের আঁড় ভেঙ্গে গেলে শ্রমিক মনোয়ার নিচে পড়ে যান যান।

পরে আহত অবস্থায় অন্য শ্রমিকরা মনোয়ারকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ার হোসেনের মা হালেমা বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মনোয়ার। দুপুরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, নিহত ওই শ্রমিকের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল বলেন, ভবন নির্মাণ কাজের দায়িত্বশীল ঠিকাদার ও ভবন মালিক শ্রমিকের নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত না করার কারণে মনোয়ার মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিমার্ণাধানীন ওই ভবন নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না তার তদন্ত দাবি করেন তারা।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট শামসুল আবেদীন বলেন, যে জায়গায় রেস্তোরাটি ভাড়া দেয়া হয়েছে সেটি ও রেস্তোরায় উপরে যে আবাসিক হোটেল নির্মাণ করা হচ্ছে সেটি আমাদের পারিবারিক সম্পতি, ঠিকাদারের গাফিলতির কারনেই হয়ত আড় ভেঙ্গে পড়ে গিয়ে ওই শ্রমিক নিহত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০