নীলফামারীতে ধর্ষণ মামলায় মোতালেব হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক আহসান তারেক এই দণ্ডাদেশ দেন।
মোতালেব সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের জবান উদ্দিনের ছেলে। মামলা দায়েরের পর থেকে পলাতক দণ্ডিত মোতালেব।
মামলা সূত্র মতে, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী কিশোরী মোতালেবের বাড়িতে টিভি দেখতে চায়। বিদ্যুৎ চলে যাওয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ঘরে আটকে ধর্ষণ করেন মোতালেব। কিশোরীর বাবা একই বছরের ১৭ আগস্ট মোতালেবকে আসামি করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেন।
বিশেষ আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।
আসামি ১৩ বছর ধরে পলাতক বলেও জানান তিনি।