নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ না খেলা তামিম ইকবালের ইনজুরি বাড়েনি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা কর্মকর্তারা।
নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছে। আজ নেটে অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছে। সমস্যা হয়নি। আশা করি ২০ মার্চ খেলবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শনিবার।
‘সত্যি বলতে তামিমের একটু হ্যামস্ট্রিংয়ে সমস্যা আছে। সে কারণেই একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে পারেনি। তবে আশার কথা হলো তা বাড়েনি,’ জানিয়ে বাংলাদেশ সফরে দলের সঙ্গে থাকা আরেক কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, ‘সময়ের সঙ্গে ইনজুরি কিছুটা কমেছে। আজ তামিম নেটে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছে। তেমন সমস্যাবোধ করেনি।’
এতেই অবশ্য তামিমের খেলার ব্যাপারে নিশ্চয়তা মিলছে না। কারণ ম্যাচের আগের দিনের অনুশীলন গুরুত্বপূর্ণ। এদিনই মূলত কোনো খেলোয়াড়কে চূড়ান্ত পরিকল্পনার অংশ করা হয়।
কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাতে তামিমের সঙ্গে তারা আবার বসবেন। চিকিৎসকের পরামর্শ নেবেন।

















