DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

News Editor
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিন শাকিলকে (৩৫) ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর এলাকায় বসতবাড়িতে ধরালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে (২৫) কুপিয়ে হত্যা করে। শাকিল পিরোজপুর সদরের তেজদাশকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে। তবে শাকিল লোহাগড়া উপজেলা সদরের একটি হোটেল বাবুর্চির কাজ করতেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]