পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিল নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রাব্বি (২৫) নামের এক মাদকব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৬ জুন) উপজেলার ফেনতারা রেল ক্রসিং হতে ১শ গজ দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কয়া গ্রামের তফিজ উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১ টার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আসার সময় উপজেলার কয়া সীমান্ত এলাকা হতে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মত্যুবরন করন।
এসময় তার মাথা দেহ থেকে বিছিন্ন এবং মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে যায় । ঘটনাস্থলে পাঁচবিবি থানা পুলিশ ও সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

















