পাঁচবিবিতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৪৬) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় ভ্যানে থাকা রাব্বী (৮) নামে এক শিশু আহত হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকার শুন্য রেখায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসসহ চালক লিটনকে (৪০) আটক করেছে। নিহত ভ্যানচালক উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানায়, হাফিজুর তার ভ্যানে যাত্রী নিয়ে জয়পুরহাট সদর থেকে আসার পথে শিমুলতলী নামক স্থানে পৌছিলে দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক এন্টারপ্রাইজের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হন। ভ্যানের যাত্রী রাব্বি গুরুত্বর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যানচালক হাফিজুল ইসলাম অসুস্থ স্ত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে তার মেয়েকে নিয়ে নিজ বাড়ি হরেন্দা গ্রামে ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী বাস সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাফিজুল ইসলাম মারা যান।