ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা Logo নলছিটিতে বিএনপির পক্ষে জনসংযোগ ও পথসভা করলেন এ্যাড. শাহাদাৎ হোসেন Logo কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ Logo পানছড়িতে জামায়াতের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত Logo ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা সেলিম রেজার জনপ্রিয়তা বেড়েছে Logo কিশোরগঞ্জে সুপারি চুরি করতে গিয়ে গাছ ভেঙে চোরের মৃত্যু Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি সরিষা চাষ মৌসুমে সরকারি প্রণোদনা ও স্থানীয় উপজেলা কৃষি বিভাগের উৎসাহে বেড়েছে সরিষার আবাদ। গত বছরের তুলনায় কৃষকেরা আরো বেশি সরিষা চাষে ঝুঁকে পড়েছে। আবহাওয়া বিরুপ না হলে ফলন ভালো হবে এমন আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন মাঠে এখন চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ। সেই সাথে বাতাসে ভাসছে মো মো মিষ্টি ঝাঁঝাঁলো ফুলের ঘ্রাণ। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে সরিষা চাষে সার, বীজ প্রণোদনা দেয়ায় গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষ অনেক বেড়েছে। ইতিপূর্বে আমন কাটার পর যে সব জমি বোরো লাগানোর অপেক্ষায় পতিত থাকতো সে সব অনেক জমি এখন সরিষা ফুলে সুশোভিত। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় আনন্দের হাসি হাসছে এলাকার কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে চলতি মৌসুমে সরিষা চাষ করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৪০৫ হেক্টর বেশী। আর চলতি মৌসুমে সরিষা চাষে প্রণোদনার আওতায় উপজেলার ৬ হাজার ৮শ কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে।

সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত উপজেলার উচনা গ্রামের আনিছুর রহমান বলেন, তিনি এবার প্রায় ১ বিঘা জমিতে বারী ১৪ জাতের সরিষা চাষ করেছেন। খরচ হয়েছে বিঘা প্রতি ৫/৬ হাজার টাকা। প্রাকৃতিক কোন দূর্যোগ বিঘা প্রতি ৮/৯ মন ফলনের আশা করছেন।
তিনি বলেন, আমন ধান কাটার পর জমি গুলো এমনিতেই পড়ে থাকত। উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সরকারী প্রণোদনার সার ও বীজ পেয়ে সরিষা চাষে উদ্ধুদ্ধ হয়েছি। বাজারে ভাল দাম পেলে ভালো টাকা লাভ হবে।একই কথা বলেন, মঠপাড়া গ্রামের কৃষক মন্টু পাহান। তিনিও দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি সরিষা বিক্রির টাকায় ইরি বোরো চাষাবাদ করার আশা করেছেন।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, বারী-১৪ জাতের সরিষার ফলন বেশী, সময়ও লাগে কম। এতে করে এসব জমিতে সরিষা উঠিয়ে সহজেই বোরো চাষ করা যায়। আর তখন সারও কম প্রযোগ করতে হয়। এ ফসল আবাদের জন্য প্রথমে জমি হালকা ভাবে চাষ করে তাতে বীজ বপন করতে হয়। প্রয়োজনে দু-তিন বার কীটনাশক প্রয়োগ করতে হয়। তিনি আরো বলেন, চলতি মৌসুমে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও পরে অনুকুল হওয়ায়ও যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার ভাল ফলন পাবার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অনেকেই এমনিতেই সরিষাতে ছত্রাক নাশক প্রয়োগ করছে। এটা ঠিক না তবে জমিতে তেমন কিছু দেখা গেলে ফুল ঝরে যাওয়ার পর অনুমোদিত মাত্রায় বালাই নাশক প্রয়োগ করতে হবে। বর্তমানে সরকারের উন্নয়ন কর্মসুচির অংশ হিসাবে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমরা কৃষকদের সরিষা চাষে নিয়মিত পরামর্শ ও উৎসাহ প্রদান করছি।

ট্যাগস :

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি সরিষা চাষ মৌসুমে সরকারি প্রণোদনা ও স্থানীয় উপজেলা কৃষি বিভাগের উৎসাহে বেড়েছে সরিষার আবাদ। গত বছরের তুলনায় কৃষকেরা আরো বেশি সরিষা চাষে ঝুঁকে পড়েছে। আবহাওয়া বিরুপ না হলে ফলন ভালো হবে এমন আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন মাঠে এখন চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ। সেই সাথে বাতাসে ভাসছে মো মো মিষ্টি ঝাঁঝাঁলো ফুলের ঘ্রাণ। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে সরিষা চাষে সার, বীজ প্রণোদনা দেয়ায় গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষ অনেক বেড়েছে। ইতিপূর্বে আমন কাটার পর যে সব জমি বোরো লাগানোর অপেক্ষায় পতিত থাকতো সে সব অনেক জমি এখন সরিষা ফুলে সুশোভিত। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় আনন্দের হাসি হাসছে এলাকার কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে চলতি মৌসুমে সরিষা চাষ করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৪০৫ হেক্টর বেশী। আর চলতি মৌসুমে সরিষা চাষে প্রণোদনার আওতায় উপজেলার ৬ হাজার ৮শ কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে।

সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত উপজেলার উচনা গ্রামের আনিছুর রহমান বলেন, তিনি এবার প্রায় ১ বিঘা জমিতে বারী ১৪ জাতের সরিষা চাষ করেছেন। খরচ হয়েছে বিঘা প্রতি ৫/৬ হাজার টাকা। প্রাকৃতিক কোন দূর্যোগ বিঘা প্রতি ৮/৯ মন ফলনের আশা করছেন।
তিনি বলেন, আমন ধান কাটার পর জমি গুলো এমনিতেই পড়ে থাকত। উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সরকারী প্রণোদনার সার ও বীজ পেয়ে সরিষা চাষে উদ্ধুদ্ধ হয়েছি। বাজারে ভাল দাম পেলে ভালো টাকা লাভ হবে।একই কথা বলেন, মঠপাড়া গ্রামের কৃষক মন্টু পাহান। তিনিও দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি সরিষা বিক্রির টাকায় ইরি বোরো চাষাবাদ করার আশা করেছেন।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, বারী-১৪ জাতের সরিষার ফলন বেশী, সময়ও লাগে কম। এতে করে এসব জমিতে সরিষা উঠিয়ে সহজেই বোরো চাষ করা যায়। আর তখন সারও কম প্রযোগ করতে হয়। এ ফসল আবাদের জন্য প্রথমে জমি হালকা ভাবে চাষ করে তাতে বীজ বপন করতে হয়। প্রয়োজনে দু-তিন বার কীটনাশক প্রয়োগ করতে হয়। তিনি আরো বলেন, চলতি মৌসুমে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও পরে অনুকুল হওয়ায়ও যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার ভাল ফলন পাবার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অনেকেই এমনিতেই সরিষাতে ছত্রাক নাশক প্রয়োগ করছে। এটা ঠিক না তবে জমিতে তেমন কিছু দেখা গেলে ফুল ঝরে যাওয়ার পর অনুমোদিত মাত্রায় বালাই নাশক প্রয়োগ করতে হবে। বর্তমানে সরকারের উন্নয়ন কর্মসুচির অংশ হিসাবে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমরা কৃষকদের সরিষা চাষে নিয়মিত পরামর্শ ও উৎসাহ প্রদান করছি।