DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাংশায় সিফাত হত্যার সঠিক বিচারের দাবিতে মানব বন্ধন

News Editor
ফেব্রুয়ারি ৪, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাংশায় সিফাত হত্যার সঠিক বিচারের দাবিতে মানব বন্ধন

আবুল কালাম আজাদ, রাজবাড়ী:  রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের মেধাবী ছাত্র সাজিদুর রহমান (সিফাত) এর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঘন্টাব্যাপী মানব বন্ধন পালিত হয়েছে। পাংশায় সচেতন মহলের নাগরিকদের আয়োজনে পাংশার হাবাসপুরের কাচারীপাড়ায় অনুষ্ঠিত এই মানব বন্ধনে প্রায় তিন হাজার লোক অংশ নেয়। এসময় সিফাত এর সহপাঠী, বন্ধু মহল, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপস্থিত সবার একটাই দাবি সিফাত হত্যা কান্ডের সাথে জরিত সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক। এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সিফাতের পরিবার সালাম বিশ্বাস, সফি বিশ্বাস, সিফাত এর বাবা রফিক, মা সাবানা বেগম , পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, অনুষ্ঠান সজ্ঞালন করেন নূর নবী মুন্সি।

পরিবারের দাবি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই নির্মম হত্যা কান্ডের সঠিক বিচার দ্রুত সময়ে বাস্তবায়ন করবেন। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্য ও উপস্থিত জনসাধারণ। উপস্থিত জনসাধারণ সহস্র কণ্ঠে বলেন, এই হত্যা পরিকল্পিত ভাবে করা হয়েছে এবং এর সাথে স্থানীয় রাঘব বোয়ালদের হাত রয়েছে।

যারা ক্ষমতার জোরে এখনো লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে। উল্লেখ্য ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাত কে গুরতর আঘাত করে। ১৩ ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ ই জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যাদের মধ্যে দুই জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮