DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় একজনকে পিটিয়ে হত্যা

Astha Desk
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

পাটকেলঘাটায় একজনকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ধানদিয়া কাটাখালী এলাকায় এইচএসসি পরীক্ষার্থীদের ঝগড়ার জেরে সাগর ফারুক হোসেন (৪২) নামের এক অভিভাবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত সাগর ফারুক হোসেন ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। তাঁর বাড়ি উপজেলার কাটাখালী গ্রামে।

নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাওয়ার পথে অশোক মোড় এলাকায় সহপাঠী নয়ন ও লাকীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তাঁরা তাঁকে মারধর করেন। বাদশা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি তাঁর বাবাকে বলেন। পরে তাঁর বাবা ফারুক গিয়ে মারধরের কারণ জানতে চাইলে নয়ন, তাঁর মামা ও রুবেল হোসেন মিলে ফারুককে মারধর করলে তিনি মারাত্মক আহত হয়। গুরুতর অসুস্থ অবস্থা ফারুককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ত্রিশমাইল এলাকায় সে মারা যায়।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১