DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাটলাই নদীতে দুটি বলগেট বোঝাই জব্দ খনিজ বালু ৭ লাখ টাকায় নিলাম

DoinikAstha
মে ২৯, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী পাটলাই নদীতে দুটি বলগেট বোঝাই(বড় নৌযান) জব্দকৃত খনিজ বালু জরিমানা সহ প্রায় ৭ লাখ টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। শুক্রবার সন্ধায় এ নিলাম হয়।

মোবাইল কোর্টের অভিযানে শুক্রবার দুপুরে জেলার তাহিরপুরের উওর শ্রীপুরের মদনপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদী তীরে মালিকবিহীন অবস্থায় খনিজ বালু বোঝাই দুটি বল গেট (বড় নৌযান) সহ ১৫ হাজার ঘনফুট খনিজ বালু জব্দ করা হয়।

এরপর  পাটলাই নদী তীরে বৈঠাখালী বাঁধে প্রতি ঘনফুট বালু ৩২ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে আয়কর,ভ্যাটসহ ৫ লাখ ৫২ হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

একই সময় অবৈধ ভাবে খনিজ বালু পরিবহনের দায়ে মোবাইল কোর্ট দুটি বলগেট নৌযানের  মালিক পক্ষদ্বয়ের নিকট হতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড জড়িমানা আদায় করেন।

শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসসক মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নবাগত মো. রায়হান কবিরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালানায় বালু জব্দকরণ, নিলাম,নৌযানের জরিমানা আদায় কালে থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন,তাহিরপুরে একশ্রেণির ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবৈধভাবে সীমান্তনদী মাহারাম,শান্তিপুর,সীমান্তের বিভিন্ন পাহাড়ি ছড়া হতে অবৈধভাবে খনিজ বালু উক্তোলন করে পাটলাই নদী তীরে একাধিক স্তুপে মজুদ করে রেখেছে।

তিনি আরো বলেন, এসব বালু সড়িয়ে নিতে কাউকে জেলা প্রশাসন কোন প্রকার অনুমতি বা নিলাম দেয়া হয়নি,তাই এসব খনিজ বালু পর্যায় ক্রমে জব্দ করণে মোবাইল কোর্টে পরিচালিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮