DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি সদর ইউপির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

পানছড়ি প্রতিনিধিঃ
মে ২৩, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

পানছড়ি সদর ইউপির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের হাল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

৩নং পানছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মুমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দে প্রমূখ।

সভায় বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশন পানছড়ি কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সতীশ চন্দ্র চাকমা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহাম্মদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনীতিক দলের নেতা-কর্মী সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি।

ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত ইউপি সদস্যদের বরণ করে নেন সাবেক ইউপি সদস্যগন এবং নবনির্বাচিত চেয়ারম্যান উচিত মনি চাকমাকে বরণ করে নেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেনকে ক্রেস্ট দিয়ে বিদায় জানান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং সাবেক ইউপি সদস্যদের ক্রেস্ট দিয়ে বিদায় জানান নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ।

ইউপি সদস্যগন এবং ক্রেস্ট দিয়ে বিদায় জানান নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭