পানছড়িতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে পানছড়ি প্রেস ক্লাবের সামনের মাঠে এ উপকরণ বিতরণ করা হয়।
মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি
জনাব অরুণ শীল এর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য অমল রায় সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাসন্তী চাকমা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান, খাগড়াছড়ি জেলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাহিত্যিক ইউসুফ আদনান, সাহিত্যিক ডাঃ শহিদুল্লাহ, ৩নং সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,
মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহার স্বাগত বক্তব্যের আলোচনা সভা শেষে ২০ জন শিক্ষার্থীর মাঝে কলেজ বই ও গাইড এবং ৪০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।