DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ভূমি বিরোধের জেরে আহত-৯

Abdullah
জুন ১, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে ভূমি বিরোধের জেরে আহত-৯

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সৎ ভাইয়ের পরিবারের মাঝে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। গত মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাজারের পাশে এই ঘটনা ঘটে।

দ্বিতীয় সংসারের ছেলে ও মেয়ে আবদুল আহাদ,আফিয়া বেগম, রোকেয়া বেগম, আবদুল মান্নান, মোঃ আবদুল দুলালসহ ভাইবোনরা পানছড়ি বাজারে বসবাস করে আসছিল বলে জানাযায়। গতকাল সন্ধ্যায় অপরিচিত কিছু লোকজন নিয়ে এসে তাদের জায়গা থেকে উঠে যাওয়ার জন্য সৎভাই আবদুল করিম হুমকি ধমকি দেওয়া শুরু করে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পরিবারের অন্তত ৯ জন আহত হয়।

 

আহত পরিবারের মধ্যে ছিলো আফিয়া বেগম (৫৬), রোকেয়া বেগম ও ছকিনা বেগম ও আবদুল আহাদ এর স্ত্রী শাহানাজ আক্তার ( আপাইমা মারমা)।

আহত অপর পরিবারের সদস্যরা হলেন জয়নাল আবেদীন, আয়শা আক্তার, আবদুল ওহাব, মাফিয়া জামান, আরিফুর রহমান তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল তারা উভয় সৎভাই বোনদের মধ্যে। একটি ২০ শতক জমিকে উভয় দাবী করে আসছিল।

দ্বিতীয় পরিবারের আহত বোন ছকিনা বেগম বলেন, আমার সৎ ভাই আবদুল করিম গতকাল অপরিচিত লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলে। আমরা যেতে না চাইলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

 

অপরদিকে একই অভিযোগ এনে আবদুল করিম বলেন, তারা আমাদের নিজস্ব জায়গা থেকে বিতারিত করতে আমাদের হুমকি ও ভয়ভীতি প্রদান করে। গতকাল রাতে তারা আমি, আমার ভাই ও আমার স্ত্রীসহ আমার পরিবারের উপর হামলা করে। পরে আমাদের চিৎকার শুনে একাবাসী ছুটে এসে আমাদের উদ্ধার করে।

 

পানছড়ি থানার ওসি হারুনর রশীদ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা নিয়ে আসেনি।মামলা নিয়ে আসলে আমরা ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮