পিছিয়ে থাকবেনা পার্বত্য চট্রগ্রম (নব বিক্রম কিশোর ত্রিপুর)
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পার্বত্য ৩ জেলায় উন্নয়ন সাধিত হচ্ছে এবং হবে। বর্তমান সরকারের গ্রাম হবে শহর শ্লোগানকে সামনে রেখে উন্নয়ন কাজ পরিচলিত হচ্ছে তাই পিছিয়ে থাকবেনা আমাদের পার্বত্য চট্টগ্রাম।
৪ ফেব্রুয়ারী বৃহস্পতি বার দুপুরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন ও ভিত্তি প্রস্হর স্হাপনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এন ডি সি। তিনি আজ পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অর্থায়নে নির্মিত সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের ভবনের উদ্ভোধন ও সিন্দুকছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরের ভিত্তি প্রস্হর স্হাপন করেন।
এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিণী মিস অনামিকা ত্রিপুরা,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি জেলার প্রকল্প ব্যাবস্হাপক (ডিপিএম) মতিউর রহমান, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, সাবেক চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরীসহ এলাকারবিশিষ্ট ব্যাক্তিবর্গ