DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পুতিনের ভাষণ শুরু করতেই আসন ছাড়লেন ইউরোপীয় প্রতিনিধিরা

Abdullah
অক্টোবর ১৯, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

পুতিনের ভাষণ শুরু করতেই আসন ছাড়লেন ইউরোপীয় প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্কঃ

অবকাঠামো প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ নিয়ে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাষণ শুরু করার আগ মুহূর্তে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান ইউরোপীয় প্রতিনিধিরা। চীনের আয়োজনে সম্মেলনে অংশগ্রহণ করেছেন কয়েকজন বিশ্বনেতা এবং সহস্রাধিক প্রতিনিধি।

চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিন। পরে তিনি পুতিনকে নিয়ে সম্মেলনের মূল স্টেজে গিয়ে বসেন।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ভাষণ উপেক্ষা করে গ্রেট হল ছেড়ে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিনও।

সম্মেলনের একটি ভিডিওতেও দেখা গেছে, সি চিনপিন বক্তব্য দেওয়ার পর পুতিনের বক্তব্য শুরুর আগে রাফারিন ও অন্যান্য প্রতিনিধিরা গ্রেট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

চীনে আমন্ত্রণ জানানোর জন্য সি চিনপিনকে ধন্যবাদ দিয়ে পুতিন বলেন, চীনের প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১