রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভবনটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।
এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় তারা। এরপর সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দুটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নেভাতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।
আগুন লাগার পর ভবনের লোকজন বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও বলতে পারেনি ফায়ার সার্ভিসের কেউ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।