পুরোপুরি নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিণ প্রতিনিধিঃ
গত মঙ্গলবার ভোরে লাগা বঙ্গবাজারের আগুন আজ শুক্রবার সকালে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (৭ এপ্রিল ) সকাল সাড়ে ৯ টায় সব প্রক্রিয়া শেষে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার।
গত মঙ্গলবার সকাল ৬টার কিছু সময় পরে বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছালেও বাতাস আর মানুষের কারনের আগুন নিভানোর কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের আর এর কারনে দ্রুত ছড়িয়ে পড়ে টিন ও কাঠ দিয়ে তৈরি দোকানগুলোয়।
ঈদের আগে সব দোকানেই লাখ লাখ টাকার পোশাক তোলা হয়েছিল, সব পুড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে হাজার হাজার ব্যবসায়ীর। সরকারের পাশাপাশি বহু ব্যক্তি ও সংগঠন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।
দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারের আগুনের ঘটনায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। আস্তে আস্তে তা আগের মত সচল করা হচ্ছে।গত মঙ্গলবার সকালে লাগা আগুনে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় সেদিন বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বিভিন্ন স্থানে শিখা দেখা যাচ্ছিল। তা আজ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো।
ভয়াবহ এই আগুনে কারও মৃত্যুর খবর আসেনি। তবে ফায়ার সার্ভিসের আটকর্মীসহ বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।