পুলিশের তাড়া খেয়ে যুবলীগ কর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বারে জুয়া খেলার আসরে পুলিশের অভিযানে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্কাস আলী (৫০) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের গোমতী নদীর বেড়ি বাঁধের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে চান্দপুর গ্রামের নায়েব আলীর ছেলে আক্কাস আলীসহ ৫-৬ জন জুয়া খেলছিলেন। এ সময় অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় প্রবেশ করে। পুলিশ দেখে খেলোয়াড়রা পালাতে গিয়ে কেউ নদীতে ঝাঁপ দেন কেউবা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালায়। এ সময় আক্কাস আলী একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বিএনপির ডাকা অবরোধে সহিংসতা রোধে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় দায়িত্বরত ছিল। শুনেছি নদীর পাড়ে কিছু লোকজন তাস খেলছিল। পুলিশ আসার সংবাদে ওরা পালাতে গিয়ে একজন অসুস্থ রোগী মারা গেছেন। পুলিশ তখন ওখানে কি ঘটেছিল তা জানত না, পরে জেনেছে, আমিও শুনেছি।