রায়হান জামান, স্টাফ রিপোর্টঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামে পনেরো মাসের নিজ শিশুপুত্রকে কুপিয়ে হত্যার দায়ে ছালমা বেগম (৩৫) নামে এক হন্তারক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে একবছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ মার্চ) কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি জনাব মুহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালের ৫ মার্চ সকালে ছালমা বেগম তার পনেরো মাসের শিশু পুত্র মাহাথি কান্নাকাটির যন্ত্রনা সহ্য করতে না পেরে রাগে নৃশংসভাবে গলাকেটে হত্যা করে।
পরে এ ঘটনায় ওই দিনই তার স্বামী আবুল কালাম বাদী হয়ে ছালমাকে একমাত্র আসামী করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ছালমাকে আটক করে।
পরে দীর্ঘদিন তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ সোমবার বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
আসামী ছালমা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের অধিবাসী।