ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধি বৃদ্ধ নিহত
ফরিদপুর প্রতিনিধিঃ
এবার হাঁসের জন্য শামুক কোড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জাহানারা বেগম ঝুনু (৬৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার। হৃদয় বিদারক র ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায়। প্রত্যক্ষ দর্শীদের ভাষ্যমতে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা।
নিহত জাহানারা বেগম ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশাগ্রামের সালাম শেখের স্ত্রী তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। এ ঘটনায় গোটা এলাকায় একটি শোঁকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষ দর্শীদ ও নিহতের স্বামী সালাম শেখ বলেন, প্রায় সময় তার স্ত্রী (জাহানারা বেগম) হাঁসের খাবার শামুক সংগ্রহ করার জন্য রেল লাইনের পাশের খাদে যায়। আজ বাড়িতে কিছু শামুক থাকার পরেও আমাকে না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল হাঁসের খাবার শামুক আনতে। সকালে লোকমুখে আমরা জানতে পারি রেল লাইন পারাপারের সময় একজন মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আমার স্ত্রী শামুক নিয়ে বাড়িতে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন তার স্ত্রী শ্রবণ প্রতিবন্ধি হওয়াতে কানে কম শুনতেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইন চর্জ মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করার পর নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।