ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলের ইহুদিদের বর্বরচিত হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার ও ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ জহুরুল হক মিঠুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে পাঁচটায় নওপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাঙ্গা পৌরসভার নতুন ভবনের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন, লাল্টু মীর্জা, মাহাফুজ রহমান, মন্নু মীর্জা, হবি মীর্জা, সাংবাদিক রনি মিয়া, বাহার হোসেন, মোঃ আক্তারুজ্জামান বাহার, সানোয়ার মাতুব্বর প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।