ফুলবাড়িয়ায় এমপ্যাথি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ হাবিব/ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
“হাতে হাত রেখে সবাই করবো মোরা দান, গরীব দুঃখী অসহায়ের সহায় বাড়বে জীবন মান” এই প্রতিবাদ্যে ফুলবাড়িয়ায়”এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন”এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে কুরআন তেলাওয়াত, কেক কাটা, হুইলচেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমপ্যাথি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, উমর ফারুক, বুলু মাষ্টার, রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট পুলিশ কর্মকর্তা আবু মনসুর, আজিমুদ্দিন খান মডেল স্কুল প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শাহিন পলাশতলী দাখিল মাদ্রাসার সুপার মোঃ জিয়াউল হক, এমপ্যাথি সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
সভাপতি সাইফ বলেন, আমাদের সংগঠনটি করোনাকালীন হতে গরীব অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। প্রতিবন্ধী, গরীব মেধাবী ছাত্র, এতিমদের, মাদ্রাসা- মসজিদ ও ছিন্নমূল মানুষের ঘরের ব্যবস্থাসহ সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। সকলের সুচিন্তিত মতামত, সার্বিক সহযোগিতা আমাদের সংগঠনকে অনুপ্রাণিত করবে এবং সংগঠন আরও গতিশীল হবে ইনশাআল্লাহ। সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।