ফুলবাড়িয়ায় হরতালে মাঠে নেই বিএনপি, ইউনিয়নে পিকেটিং
- আপডেট সময় : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় হরতালে মাঠে নেই বিএনপি, ইউনিয়নে পিকেটিং
মোঃ হাবিব/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির দিন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়ায় জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। রাস্তায় যানবাহন চলাচল অন্য দিনের মতোই। অফিস-আদালত, দোকানপাট যথারীতি খোলা রয়েছে। উপস্থিতিও আগের মতো। ফুলবাড়িয়া উপজেলায় হরতালের সমর্থনে কোন বিক্ষোভ মিছিল হয়নি।
অপরদিকে আজ রবিবার সকালে উপজেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ন-আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে হরতাল সফল করার লক্ষে পিকেটিং করেন।
জানা যায়, ফুলবাড়িয়া টু ময়মনসিংহ সড়কের দেওখোলা কাতলাসের মাঝখানে হরতাল সফল করার লক্ষে পিকেটিং করে। ফুলবাড়িয়া থেকে আলম এশিয়ার গামি দূরপাল্লা কোন গাড়ি ঢাকায় কিছু সময়ের জন্য ছেড়ে যায়নি। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, দেওখোলা এলাকায় শুনেছি রাস্তায় ব্যারিকেটের দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা কাউকে পাই নাই।












