শিরোনাম:
বগুড়ার কাহালুতে ১৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১০৪২ বার পড়া হয়েছে
মোঃ মাহবুবুর রহমান বাবু, প্রতিনিধি কাহালু, বগুড়া: সোমবার ২৩ আগস্ট সকল ৭টায় কাহালু থানার অফিসার ইনচার্জ মো আমবার হোসেনের নির্দেশে কাহালু থানার এসআই মোঃ মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার পাইকড় ইউনিয়ন পুগইল গ্রামের নাছির উদ্দির এর নাগর অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে পুগইল গ্রামের মৃত্যু আঃ সাত্তারের পুত্র আসামি মোঃ বাদশা (৪৪) নামক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে এবং কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃআমবার হোসেন বলেন, কাহালুতে মাদক, সন্্এাস, জুয়া,নির্মুল করতে কাহালু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
[irp]


























