DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

DoinikAstha
মে ৩০, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা শিহাব বাবু (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সাবরুল বাজারে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাজাহানপুর থানার এসআই আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিহাব বাবু শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল মাথাইল চাপড় গ্রামের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্প্রতি ভেঙে দেওয়া কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

আরো পড়ুন :  ‘মৌলিক সংস্কার’ বলতে কী বোঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)?

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা সাবরুল বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তিনি স্বেচ্ছাসেবক কর্মী আবু বকর সিদ্দিক হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জানান, শিহাব বাবু তার কমিটির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করছিল।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু জানা যায়নি। নিহতের পরিবারও কিছু বলতে পারছে না।

আরো পড়ুন :  ‘মৌলিক সংস্কার’ বলতে কী বোঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)?

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩