DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীন দেশ পেয়েছি-মোয়াজ্জেম হোসেন রতন 

DoinikAstha
মার্চ ৩০, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি::

বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীন দেশ পেয়েছি, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। তাই দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

 

মঙ্গলবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

 

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকে ব্যতিক্রমি এ সভা অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার-এর সভাপতিত্বে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।

সভায় আমদানিকারক গ্রুপের বিভিন্ন পদস্থ সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]