বঙ্গবাজারের অগ্নিকাণ্ড, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানান রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবাজারে আগুন লাগে, দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আসার পর মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে, ডিজি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে,তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে।
বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন আশপাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। সে আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিজি মাইন উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যে ৮ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, তাদের দুজনের অবস্থা গুরুতর।

















