ফাতেমা তুজ জোহরা ইমু, জবি প্রতিনিধি: স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ ও নগদ অর্থ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় ৮০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাঁরা।
সোমবার (২৭ জুন) নেত্রকোনার হাওড় এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে ট্রলার নিয়ে ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৫০ টি পরিবারকে এই ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হয়।
প্রতিটি পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১০ টি স্যালাইন, ১কেজি চিড়া, ১ কেজি চিনি, ২০০ লিটার পানি পরিশোধনের জন্য ফিটকিরি, এক প্যাকেট হলুদের গুড়া এবং ১ প্যাকেট মরিচের গুড়া।
এর আগে লোকপ্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বন্যার্তদের পাশে দাঁড়াতে গঠিত ত্রাণ তহবিলে অর্থ জমা করেন। এই কাজে অংশগ্রহণ করেন বিভাগটির শিক্ষাকবৃন্দও।
লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুল জলিল বলেন, ‘আমরা নেত্রকোনার যে হাওয়ার এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছি সেখানকার মানুষ বন্যায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের সাধ্যের মধ্যে ৫০ টি পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। প্রায় ২২ কেজি করে সামগ্রী দেওয়া হয়েছে। এটা এখানকার অবস্থায় একেবারেই কম। এখানে আরও ত্রাণ সহায়তা প্রয়োজন। লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে বন্যার্তদের পাশে থাকতে পেরে ভালো লাগছে।’
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহ্ফুজ বলেন, এখন সারাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সেই জায়গা থেকেই আমাদের শিক্ষার্থীরা এই আয়োজন করেছে, আমরা শিক্ষকরাও পাশে থাকার চেষ্টা করেছি।দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা শুরু থেকেই দেশের যেকোনো দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো সমস্যায় ঐক্যবদ্ধভাবে তা সমাধান করার চেষ্টা করে। এই ধারা বিগত দিনেও অব্যাহত ছিল, আগামীতেও অব্যাহত থাকবে।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল বলেন, ‘লোকপ্রশাসন বিভাগ শুরু থেকেই সবসময়ই বিভিন্ন দূর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমার শিক্ষার্থীরা খুবই মানবিক, এর জন্য আমি খুশি। লোকপ্রশাসন বিভাগ সবসময়ই এমন মানবিক কাজে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।’
উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। তাঁদের পাশে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা নিয়ে দাঁড়াচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ত্রাণ সহায়তায় অর্থ উত্তোলনে ইতোমধ্যে পথনাটক ও কনসার্টেরও আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ও সাংস্কৃতিক সংগঠন।