শিরোনাম:
বন্যা কবলিতদের মাঝে পানছডি ব্যাটালিয়ন (৩ বিজিবি) খাদ্য সামগ্রী বিতরণ
Astha DESK
- আপডেট সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১০৮১ বার পড়া হয়েছে
বন্যা কবলিতদের মাঝে পানছডি ব্যাটালিয়ন (৩ বিজিবি) খাদ্য সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় জনপ্রতি ১ প্যাকেট করে খাদ্য সামগ্রী (চিড়া, মুড়ি, গুড়, পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি এবং গ্যাস লাইট) বিতরণ করেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ শেষে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।