আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল নগরীর আমতলার মোড় জেলা পর্যায়ের মডেল মসজিদ এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন এর তাল তলী ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুর ৩ ঘটিকায় নগরীর আমতলার মোড় বরিশাল জেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থান করেন মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম (এমপি)। পরে বিকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন এর তাল তলী ব্রিজ সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল এ বি এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মোঃ মাহবুবুর রহমান মধু, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দেশ এবং দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।