বলিউডে পা রাখছেন আরিয়ান খান।বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে ক্যামেররা সামনে নয়, নেপথ্যে থেকেই তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এবার তিনি তার শিক্ষাকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, আরিয়ান খান একটি ওয়েব সিরিজ এবং একটি ফিচার ফিল্মের জন্য কলম ধরেছেন। আরিয়ানের লেখা এ দুটি চিত্রনাট্যের সঙ্গে থাকছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টস। সবকিছু ঠিক থাকলে এবছরই শুরু হতে পারে এর শুটিং।
শাহরুখকন্যা সোহানা খানেরও বলিউডে অভিষেক হতে যাচ্ছে বলে জানা গেছে। বলিউডের স্বনামধন্য পরিচালক জয়া আখতার কমিক বই “আর্চি” অবলম্বনে সিনেমা তৈরি করছেন। আর তাতেই দেখা মিলবে শাহরুখকন্যা সোহানার। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এদিকে, শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইয়ে অ্যাটলির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। এরপর তিনি পাঠান সিনেমার শুটিংয়ের জন্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্পেনে উড়াল দিবেন।