DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাংলা অক্ষরে আরো সঠিক ফলাফল দেখাবে গুগল ম্যাপ

DoinikAstha
জানুয়ারি ২৮, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্কঃ

গুগল ম্যাপের অক্ষর-ভিত্তিক অনূদিত সার্চ ফলাফল বাংলাসহ মোট দশটি ভাষার ক্ষেত্রে আরও উন্নত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।গুগল তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, অনূদিত সার্চ ফলাফলকে আরও সঠিক করতে ভারতের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেয়া হয়েছে। বাকি ভাষাগুলো: গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু।

নতুন আপডেটের ফলে ভারতীয় অঞ্চলে বাংলা অক্ষরে ম্যাপে কিছু খুঁজলে আগের থেকে ১৯ গুণ বেশি স্থানের সঠিক ফলাফল আসবে। মানের দিক থেকে এই উন্নতি প্রায় তিন গুণ।

গুগল এত দিন ইংরেজি অক্ষরকে ম্যাপে প্রাধান্য দিত। কেউ যদি বাংলায় ‘কফি হাউজ’ লিখে সার্চ দেন তাহলে শতভাগ নিখুঁত ফলাফল আসত না। কারণ `coffee house’র ইংরেজি অক্ষর থেকে অন্য ভাষার উচ্চারণ এবং গঠনে বেশ পার্থক্য আছে।

গুগল বলছে, নতুন ফিচারে অনুবাদে প্রাধান্য দেয়া হয়নি। একে মূলত ‘বর্ণান্তরণ’ বা ‘লিপ্যন্তর’ বলে।গুগল লিখেছে, ‘এখন থেকে ভারতের সাধারণ মানুষ নিজস্ব ভাষায় আগের থেকে আরও সঠিক জায়গা খুঁজে পাবেন।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।