ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন ; আগামী চার বছর হোয়াইট হাউস কার দখলে থাকবে শিগগিরই তা স্পষ্ট হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত জো বাইডেন এগিয়ে। বাইডেনের এগিয়ে থাকার খুশিতে গৌরনদীতে ভূরিভোজ ।
বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদীর সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান ভূরিভোজের আয়োজন করেন। এতে স্থানীয় ব্যবসায়ী, সুধীসহ প্রায় ২০০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ধৈর্য ধরতে বললেন বাইডেন,কারচুপির অভিযোগ ট্রাম্পের
মেরাজ হোসেন খান বলেন, বিশ্বের শান্তি নষ্টকারী ডোনাল্ড ট্রাম্প আমার খুবই অপছন্দের মানুষ। তাই আমি মনে করি আবারো শান্তি ফিরিয়ে আনতে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকানরা সেটাই করছেন। তাই আমি পেটপুরে খাওয়ার আয়োজন করেছি।
বাইডেনের সম্ভাব্য জয় ভুয়া দাবি ট্রাম্পের
অন্যরকম এ ভূরিভোজে অংশ নেয়া বেশিরভাগ মানুষই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই বাইডেনের এগিয়ে থাকা নিয়ে আনন্দিত। তারা জানিয়েছেন, ট্রাম্প আবার ক্ষমতায় এলে বিশ্বে আরো অশান্তির সৃষ্টি হবে।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল বলেন, এটা ভিন্ন আয়োজন। জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৬৪; ২৭০ তিনি নিমিষেই পাবেন। তাই তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। এমন আয়োজনে অংশ নিয়ে আমরাও খুশি।
বাইডেনের সম্ভাব্য জয় ভুয়া দাবি ট্রাম্পেরঃ
বাইডেনের সম্ভাব্য জয় ভুয়া দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সম্ভাব্য জয় কে চ্যালেঞ্জ করে ভুয়া ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। স্থানীয় সময় শুক্রবার (০৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির স্পষ্ট করে জানায়, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে। বাইডেনকে সম্ভাব্য বিজয়ী ঘোষণার প্রক্রিয়া সম্পূর্ণ ভুয়া। বর্তমান ফলাফল চূড়ান্ত বিজয় থেকে বহু দূরে।
ট্রাম্পের প্রচারণা শিবিরের কনসাল জেনারেল ম্যাট মরগান বিবৃতিতে বলেন, নির্বাচন শেষ হয়নি। যে চারটি রাজ্যের ফলাফলের ভিত্তিতে বাইডেনকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেটা সম্পূর্ণ ভুয়া। কারণ ওই চার রাজ্যের চূড়ান্ত ফলাফল পেতে অনেক সময় লাগবে।
সিএনএন জানিয়েছে, তারা কাউকে সম্ভাব্য বিজয়ী হিসেবে এখনও ঘোষণা করেনি। তাদের হিসাবে জো বাইডেন ২৫৩ ইলেকটোরাল ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৩ টিতে। জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।
আল জাজিরা, মার্কিন বার্তা সংস্থা এপিসহ কয়েকটি গণমাধ্যম জানায়, ট্রাম্প ২১৪ ইলেকটোরাল ভোটে এগিয়ে। বাইডেন এগিয়ে ২৬৪টিতে।