নবীন নেতা হাসীব আলমকে গণসংবর্ধনা, পরিবর্তন হয় স্থান। একই সময়ে সমাবেশের ডাক দেন স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মোঃ রবিউল ইসলাম/বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে কালিশুরীতে আওয়ামী লীগ নেতা হাসীব আলম তালুকদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে পাতিলাপাড়া গ্রামে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছিলো ছিটকা মহসীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে৷ এরপরে সংবর্ধনা অনুষ্ঠানের খবর ছড়িয়ে গেলে একই স্থানে, একই সময়ে সমাবেশের ডাক দেন স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যার ফলে সংঘর্ষ এড়াতে স্থান পরিবর্তন করে পাতিলাপাড়া গ্রামে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব পর্যায়ের একাধিক নেতা বলেন, হাসীব আলমকে সংবর্ধনা দেয়া অনুষ্ঠান পূর্ব ঘোষিত হলেও, পরবর্তীতে অনুষ্ঠানের ঘোষণা দেয়া সাংসদ পক্ষকে কোনো নিষেধাজ্ঞা দেয়নি প্রশাসন। অলিখিত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার লিখেছেন, বীর উত্তম সামসুল আলম এর সন্তান আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার এর সংবর্ধনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ায় আমি হতবাক।
একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসীব আলম তালুকদার লিখেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে প্রোগ্রাম হবে এবং তা হবে আমার বাড়ির উঠানেই। কালিশুরীবাসী জেগে উঠেছে, আর আমি এই এলাকারই সন্তান। শৃঙ্খল ভাবেই সব করা হবে। এ ভাবে আওয়ামী লীগ ও নেত্রীর প্রচারনা থামানো যাবে না।
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমানের সাথে সরাসরি এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।
জানা গেছে, স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীর উত্তম এর সন্তান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, এভিআার বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুদারকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য এ গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় হাসীব আলম তালুকদারকে রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের পক্ষ থেকে ফুলের তোরা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হুমায়ুন কবির হাওলাদারের সভাপতিত্বে এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কালিশুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু সজল কুমার হালদার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহম্মেদ লাভলু, বাউফল উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ আব্দুল মমিন খান, কালিশুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হাই, কাছিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসান মীরন, কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলম হিরন মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।