বাউফলে বিদ্যুৎ স্পর্শ হয়ে বাসার ছাদ থেকে পরে শিশুর মৃত্যু
মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া ইউনিয়নে
আজ সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যা পৌনে ছয়টায় দিকে বাসার ছাদ থেকে পরে সুমাইয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাউফলের নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবিরুজ্জামানের বাসায় কাজ করতো। নিহত সুমাইয়া কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের মোঃ সেলিম হোসেনের মেয়ে।
ঘটনার সূত্র থেকে জানা যায় যে, আজ সন্ধ্যায় কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল রোড এলাকায় অধ্যাপক কবিরুজ্জামানের বাসার ছাদে খেলতে উঠলে পাশে থাকা বিদ্যুৎ লাইনে পৃষ্ট হয়ে নিচে পরে যায়।
স্থানীয়রা ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।