DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাউফলে রাতের আধারে জমি দখলের অভিযোগ

News Editor
অক্টোবর ২৮, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে জায়গা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যর বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৯ নম্বর ওয়াডের গাজী সড়কের পাশে এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল পৌর শহরের ৯নং ওয়াডের গাজী সড়কের পাশে মোঃ আল মামুন তার স্ত্রী মোসাঃ আলফা বেগম ও ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছেন। একই এলাকার সাবেক এক সেনা সদস্য মোঃ জাহিদ হোসেন তার পাশে বসবাস করেন।

ওই সাবেক সেনা সদস্য জাহিদ হোসেন আল মামুনদের বসবাসকৃত জায়গার ভিতরে জায়গা পাবে বলে ভাড়া করা লোক জন নিয়ে কিছুদিন পূর্বে দখল করার চেষ্টা করেন। ওই সময় আল মামুনের স্ত্রী মোসাঃ আলফা বেগম বাউফল থানায় অভিযোগ দিলে এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করে কাজ করার জন্য জাহিদ হোসেনকে বলেন। ঘটনার দিন সোমবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় সাবেক ওই সেনা সদস্য তার ভাড়া করা লোকজন নিয়ে প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।

রাজাপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

দেশে তিন কার্যদিবসে মাদক মামলার প্রথম রায়

লোকজনের উপস্থিতি টের পেয়ে আল মামুনের স্ত্রী আলফা বেগম ঘর থেকে বের হয়ে কাজ করতে নিষেধ করলে তাকে কিল ঘুষি মাড়ে । এ সময় ডাক চিৎকার করার চেষ্টা করলে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার ভিতরে ঢুকিয়ে বাইর থেকে তালা বন্ধ করে রাখেন। ঘটনার সময় পাশের ঘরে থাকা আলফা বেগমের চাচী শাহানাজ বেগম আসলে তাকেও মারধর করে ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ডাক-চিৎকার করলে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়। পরে ওই রাতেই আলফা বেগমের ঘর থেকে বের হওয়ার জায়গা আটকিয়ে পাকা বাউন্ডারী ওয়াল করে জায়গা দখল করে নয়। জায়গা দখল করে নেয়ার বিষয়ে জানার জন্য ওই সাবেক সেনা সদস্য জাহিদ হোসেনকে তার ব্যবহারকৃত নম্বরে ফোন দিলে কল রিসিভ না করে ফোন বন্ধ করে রাখেন।

এ ঘটনায় আলফা বেগম বাদী হয়ে বাউফল থানায় অভিযোগ দাখিল করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমি এরকম একটা ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত মামলা হয়নি । ভুক্তভোগীরা মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১