DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুরে ব্যাংক চেকের পাতা ফেরত চাওয়ায় সংবাদকর্মীকে ছুরিকাঘাতের হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মো. রাকিব মিয়া (২৫) এর  বিরুদ্ধে।

সোমবার (১৯ মে) সকাল ১০ টার দিকে ‍উপজেলার রাবারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মীর নাম ইফরানুল হক সেতু (৩৮)। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময় এর বাজিতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ও উপজেলার রাবারকান্দি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এ ঘটনায় আহত সেতু বাজিতপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব মিয়া তার প্রতিবেশী এবং সে মাদকসেবী। কিছুদিন পূর্বে রাকিবের মায়ের কাছে একটি ব্যাংক চেক জমা দিয়ে লক্ষাধিক টাকা ধার নেয় সেতু । পরে টাকা পরিশোধ শেষে তার মায়ের কাছে জমাকৃত ব্যাংক চেক ফেরত চাইলে চেক হারিয়ে গেছে বলে টালবাহানা শুরু করে রাকিবের মা-বাবা। সেতু ও তার মা-বাবার মধ্যে তর্কবিতর্ককের একপর্যায়ে নেশাগ্রস্থ অবস্থায় রাকিব সেতুকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে সেই আঘাত ফিরাতে গিয়ে বাম হাতের কব্জির উপরের অংশ ছিদ্র হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩