আন্তর্জাতিক ডেস্ক: বালাকোটে ২০১৯ সালের ২৬ জানুয়ারি ভারতীয় বিমানবাহিনীর হামলায় ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছিল। পাকিস্তানের সাবেক এক কূটনীতিবিদ এক টিভি শোতে এমনটি জানিয়েছেন।
পাকিস্তানি ঐ সাবেক কূটনীতিবিদের নাম আগা হিলালি যিনি দেশটির সেনা বাহিনীর পক্ষে সবসময় টিভি বিতর্কে কথা বলেন। শেষমেষ তিনি পাক সরকার দেওয়া তথ্যের বিরুদ্ধে কথা বললেন।
টিভি চ্যানেলে আগা বলেছেন, ভারত সীমান্ত পেরিয়ে যুদ্ধ চালানোর মতো কাজ করেছে, যাতে অন্তত ৩০০ জন মারা গিয়েছেন বলে খবর।
পাক সাবেক এই কূটনীতিবিদের মতে, আমাদের নিশানা তাদের থেকে আলাদা ছিল। আমরা ওদের হাইকম্যান্ডকে লক্ষ করেছিলাম। কারণ ওরা সেনাবাহিনীর সদস্য ছিল। সার্জিক্যাল স্ট্রাইকে হতাহতের ঘটনা ঘটবে না, এটা আমরা অবচেতনভাবে স্বীকার করে নিয়েছিলাম। এখন আমরা অবচেতন ভাবে ওদের বুঝিয়ে দিয়েছিলাম যে তারা যা করবে, আমরাও তাই করব। উত্তেজনা বাড়াব না।
ভারতে ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জৈশ-ই-মহম্মদ। এর বদলা নিতে ১৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘এয়ারস্ট্রাইক’ করে ভারত। তবে এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিল পাকিস্তান।