DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাসায় ফিরলেন রিজভী

News Editor
অক্টোবর ২৮, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।  বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি। ল্যাবএইডের চিকিৎসক ও দেশের খ্যাতিমান হার্ট সার্জন প্রফেসর ডা. লুৎফর রহমান জানিয়েছেন, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ (বুধবার) তাকে ছুটি দেয়া হয়েছে। 

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুৎফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা করেন।  এ সময় তার ইকো কার্ডিওগ্রামও করা হয়। 

বিএনপি জনবিচ্ছিন্ন,লোক দেখাতে নির্বাচনে অংশ নেয়: কাদের

ডা. লুৎফর রহমান আরও বলেন, রুহুল কবির রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায় তার শারীরিক অবস্থা ইপপ্রুভ (উন্নতি) হয়েছে।  তার হার্টের সমস্যা ৩০ ভাগ থেকে ৪৫ ভাগে উন্নতি হয়েছে।  ব্লাড সুগার সামান্য আনকন্ট্রোল (অনিয়ন্ত্রিত) থাকলেও ডায়াবেটিকস পুরোপরি কন্ট্রোলে আছে।  সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাই আজ (বুধবার) তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।  বাসায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।  দেড়মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন।  

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান- ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন সবার প্রতি তিনি (রিজভী) কৃতজ্ঞতা জানিয়েছেন। 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় তার হার্টঅ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।  সেখানে তার এনজিওগ্রামে করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।  তিনি সেখানেই চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪