DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাড়লো জ্বালানি তেলের দাম!

Ellias Hossain
জুলাই ৩, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাড়লো জ্বালানি তেলের দাম!

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী আগস্টে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ দুই রপ্তানিকারক সৌদি আরব ও রাশিয়া। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম বাড়তে পারে।

 

সোমবার (৩ জুলাই) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টসহ আরও ১ মাস দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে যাবে তারা। তাদের পরই একই সময়ে প্রতিদিন ৫ লাখ ব্যারেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।

ফলে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
এদিন বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬৮ সেন্ট। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ০৯ সেন্টে।

একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বগামী হয়েছে ১ শতাংশ বা ৬৯ সেন্ট। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৩৩ সেন্ট।

পিভিএম বিশ্লেষক থমাস ভার্গা বলেন, ‘চলতি বছরের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। তারা আশা করছেন, এসময়ে তেলের বাজারে ভারসাম্য থাকবে। ইক্যুইটিগুলোও ঊর্ধ্বমুখী হবে। এতে বোঝা যায়, মন্দা এড়ানো যাবে। সূত্র-রয়টার্স।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০