DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিজিবি টহল দলের ওপর হামলা, নিহত-এক

Abdullah
এপ্রিল ১, ২০২৩ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিজিবি টহল দলের ওপর হামলা, নিহত-এক

 

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনায় বিজিবির গুলিতে যুবক নিহত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিজিবি গুলি চালালে আমিনুল ইসলাম (২৫) নামে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরেকজন। তার নাম জাইদুল ইসলাম (৩৮)।

জানাযায়, সদর ইউনিয়নের বারমারি-লক্ষীপুর গ্রামে শুক্রবার রাঁত ৮টার দিকে বিজিবি টহল দলের ওপর চোরাকারবারিরা হামলা করলে বিজিবির এক সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে আমিনুল ইসলাম (২৫) নামে একজন নিহত হন এবং জাইদুল ইসলাম (৩৮) নামে অন্য জন্য গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে ঘটনার সময় আহত বারমারি ক্যাম্পের হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনকে (৫৩) উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বস্তায় করে চোরাই পণ্য নেওয়ার সময় আমরা পাঁচজনকে আটক করি। এ সময় কয়েকজন এসে অন্ধকারে আমাদের ওপর হামলা করে। দা জাতীয় ধারালো কিছুর আঘাতে আমার হাত জখম হয়েছে।

 

আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে। এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলেন। বস্তা নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা আমিনুলকে মারধর করেন। প্রতিবাদ করায় তাকে গুলি করা হয়।

 

বিজিবির নেত্রকোনা সিইও লে. কর্নেল মোঃ আরিফুর রহমান বলেন, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হচ্ছে শুনে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করেন। ওই সময় কয়েকজনকে মাথায় করে বস্তা নিয়ে (সুপারি) ভারতের দিকে যেতে দেখে তাদের আটক করে বিজিবি। আরও কয়েকজন এসে বিজিবির ওপর হামলা চালায়। এতে আমাদের এক জওয়ান গুরুতর আহত হন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে ২ রাউন্ড গুলি চালায়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪