DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

আসছে বছরে বিয়ের পরিকল্পনা থাকলেও একটা সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেল তরুণ-তরুণীর প্রাণ। কোলকাতার নিউটাউনে সড়ক দুর্ঘটনয় মৃত্যু হয় তাদের।

শনিবার স্কুটি চালিয়ে দুজন কোলকাতার সল্ট লেক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নিচে লরির ধাক্কায় মৃত্যু হয় তাদের।

মৃত যুবকের নাম দীপায়ন মুখার্জি। তরুণীর নাম মেধা পাল। তারা দুজনেই আইটি কর্মী। তরুণের বাড়ি বরাহনগর ও তরুণীর বাড়ি বিরাটিতে। তরুণী বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে । লকডাউনের কারণে বাড়িতে এসেছিলেন তিনি। এর পর বাড়ি থেকেই কাজ করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সামনের বছরই দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোতেন। বাইরে খাওয়া দাওয়া করতেন তাঁরা একসঙ্গে। সেই মতো এদিনও দুজন বেরিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন দুজন।

কলকাতা পুলিশ জানা যায়, এই স্কুটির পিছনে একটি লরি আসছিল সেই লরিটি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুজন ছিটকে পড়ে যান রাস্তায়। ধাক্কা মারার পর লরিটি পালিয়ে যায়। তড়িঘড়ি পুলিশ অ্যাম্বুলেন্সে করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় দুজনকে। কিন্তু বাঁচানো যায়নি। লরির খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে নিউটাউন থানার পুলিশ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]