মেয়েদের আইপিএলে আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে জাহানারার ভেলোসিটি এবং সুপারনোভাস। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় জাহানারার দল। ম্যাচের ২য় ওভারে বোলিং এ এসে কোন উইকেট না পেয়ে মাত্র ৬ রান দেন। পরের ওভারে ৭ রান দেয় কোন উইকেট না পেয়ে।
ব্যক্তিগত ৩য় ওভারে এসে বাজিমাত করেন জাহানারা আলম। তুলে নেন দলের সর্বোচ্চ স্কোরার আথাপাত্থুর উইকেট। ৪৪ রান করে কৃষ্ণমূর্তির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করবে বিসিবি
নিজের শেষ ওভারের ৩য় বলে তুলে নেন তাদের অধিনায়ক হারমানপ্রিত কাউরের উইকেট। ৩১ রান করে শিখা পান্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
সুপারনোভাসের হয়ে সর্বোচ্চ রান করা ২ জনের উইকেটই তুলে নেন জাহানারা। তার বোলিং ফিগার ছিল ৪-০-২৭-২!
তার, একটা বিস্ট, কাস্পেরেকের আঁটসাঁট বোলিং এ মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হয় সুপারনোভাস।
আগামীকাল মুখোমুখি হবে সালমা খাতুনের ট্রেইলব্ল্যাজার্স ও জাহানারা আলমের ভেলোসিটি। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
আজকের ম্যাচে জিতলে কালকে এডভান্টেজ নিয়ে মাঠে নামতে পারবে জাহানারার দল।৯ তারিখে ফাইনাল হবে মেয়েদের আইপিএলের।