বোয়ালিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
- আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
বোয়ালিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
আস্থা ডেস্কঃ
রাজশাহীর বোয়ালিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ৩০মে) বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু দুইজন হলো-হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে অনন্ত (৭) ও নীরেনের ছেলে নির্ঝর (৯)। তারা সম্পর্কে খালাতো ভাই।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, হেতেমখাঁ কবরস্থান সংলগ্ন পুকুরে বেলা সাড়ে ১১টায় ওই শিশুরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একজনকে মৃত ও অন্যজনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে মূমুর্ষ শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার পর আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















