DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

News Editor
নভেম্বর ১২, ২০২০ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা।ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত কোনো ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত  সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগতদের অংশগ্রহন বন্ধে এর আগেও নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর সার্কুলার জারি করা ওই সার্কুলারে বলা হয়েছিল, পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব ব্যতীত অন্য কোনো বহিরাগত ব্যক্তি বা শেয়ারহোল্ডারদের উপস্থিতি পরিহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্ষদ বা পর্ষদের সহায়ক কমিটির আহ্বানে ব্যাংকের কোনো কর্মকর্তা তার সংশ্লিষ্ট কোনো বিষয় উপস্থাপনকালে ওই সভায় উপস্থিত থাকতে পারবেন। তবে সেই উপস্থিতি পূর্ণ সময়ের জন্য নয়।

নতুন সার্কুলারে বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অবহিত হয়েছে যে, ওই নির্দেশনা লঙ্ঘন করে কতিপয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা এবং শেয়ারহোল্ডার উপস্থিত থেকে সভায় অংশ নিচ্ছেন। ফলে সভায় আলোচিত গোপনীয় বিষয় প্রকাশিত হয়ে যাওয়ায় ব্যাংক-কোম্পানিসহ আমানতকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই সার্বিক বিষয়াবলী বিবেচনায় নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, কোনো পরিস্থিতিতেই বহিরাগত কোনো ব্যক্তি, বিশেষ প্রয়োজনে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সদস্যদের আহ্বান ব্যতিরেকে ব্যাংকের কোনো কর্মকর্তা, কর্মচারী এবং শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন না।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় পর্ষদের অবগতির জন্য এ নির্দেশনা উপস্থাপন করবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পাঁচ দলের নাম চূড়ান্ত, প্লেয়ার্স ড্রাফট ১২ তারিখ

দিলশানের স্ত্রীকে বিয়ে করেন থারাঙ্গা

আস্থা রাখবে সতীর্থরা আমার ওপর : সাকিব

আরো পড়ুন :  মোংলা বন্দর জেটিতে কন্টেইনার নিয়ে ১৮৬ মিটার জাহাজ।

মধ্যরাতে দেশে ফিরবেন সাকিব

জো বাইডেন মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন: কাদের

রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা: কাদের

নূর-রাশেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,সংগঠনে পদত্যাগের হিড়িক

আরো পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পাঁচ দলের নাম চূড়ান্ত, প্লেয়ার্স ড্রাফট ১২ তারিখ

দিলশানের স্ত্রীকে বিয়ে করেন থারাঙ্গা

আস্থা রাখবে সতীর্থরা আমার ওপর : সাকিব

মধ্যরাতে দেশে ফিরবেন সাকিব

জো বাইডেন মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন: কাদের

রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা: কাদের

নূর-রাশেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,সংগঠনে পদত্যাগের হিড়িক

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪